স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষে উপবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি

 

স্নাতক (পাস) ১ম, ২য় ও ৩য় বর্ষে উপবৃত্তি প্রদানের বিজ্ঞপ্তি

এতদ্বারা শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের ডিগ্রি (পাস) ১ম বর্ষ, ২য় বর্ষ এবং ৩য় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ২০২১-২২ অর্থ বছরে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক ডিগ্রি পাস ১ম বর্ষ (২০১৯-২০ইং), ২য় বর্ষ (২০১৮-১৯ইং), ৩য় বর্ষ (২০১৭-১৮ইং) শিক্ষা বর্ষে অধ্যয়নরত দরিদ্র  ও মেধাবী শিক্ষার্থীদের নিকট হতে উপবৃত্তির আবেদন আগামী ০৯/০১/২০২২ ইং হতে ১০/০২/২০২২ ইং তারিখের মধ্যে অনলাইনে সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হলো ।

অনলাইনে আবেদন করতে যা যা লাগবেঃ

 

১. শিক্ষার্থী এইচএসসি রেজিষ্ট্রেশন ও রোল নম্বর;

২. ডিগ্রির রেজিষ্ট্রেশন নম্বর;

৩. শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্ম নিবন্ধন নিবন্ধনের নম্বর;

৪. অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের নম্বর;

৫. পাসপোর্ট সাইজের এক কপি ছবি;

৬. শিক্ষার্থীর ব্যাংকের নাম ও একাউন্ট নম্বার।

 

 

(উল্লেখ্য,ব্যাংক একাউন্টের ক্ষেত্রে শিক্ষার্থী যেকোনো ব্যাংক একাউন্ট নম্বর ব্যবহার করতে পারবেন! কোনো শিক্ষার্থীর ব্যাংক একাউন্ট না থাকলে মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে (শুধুমাত্র বিকাশ,রকেট) একাউন্ট নম্বর দিয়ে আবেদন করতে পারবেন)

 

কলেজে আবেদন জমাদানের সময় যা যা লাগবেঃ

 

১. ডিগ্রির রেজিষ্ট্রেশন কার্ডের ফটোকপি;

২. সর্বশেষ পরীক্ষার মার্কসিটের কপি;

৩. এক কপি পাসপোর্ট সাইজের ছবি;

৪. শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি;

৫. অনলাইনে আবেদন করা প্রিন্ট কপি।

 

আরও জেনে রাখুনঃ

-শুধুমাত্র ডিগ্রি ১ম বর্ষ(২০১৯-২০),(২য় বর্ষ ২০১৮-১৯) এবং (৩য় বর্ষ ২০১৭-১৮) শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন! অর্নাসের কোনো শিক্ষার্থী উপবৃত্তির জন্য আবেদন করতে পারবেন নাহ।

-১,২,৩ বা ৪ সাবজেক্ট F প্রাপ্ত শিক্ষার্থীও আবেদন করতে পারবেন।

-Not promoted প্রাপ্ত কোনো শিক্ষার্থী আবেদন করতে পারবে নাহ।

-ডিগ্রি প্রাইভেট(কোর্স) শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন নাহ।

-ইতিপূর্বে উক্ত সেশনের ডিগ্রি (পাস) পর্যায়ে উপবৃত্তির অর্থ পেয়েছে তাদেরকেও পুনরায় অনলাইনে আবেদন করতে হবে।

 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ