লেখনী : শাহ-নিমাত্রা ডিগ্রি কলেজ সমীপে

 


শ্রেণী: দ্বাদশ
শাখা: মানবিক
ক্রমিক নং: ২৯
শিক্ষাবর্ষ: ২০২১-২০২২

#কবিতা : শাহ-নিমাত্রা ডিগ্রি কলেজ সমীপে

সাগরনাল-ফুলতলার বিশাল জমিনে
রয়েছে এক মহাবিদ্যালয় নাম;
অগণিত জ্ঞান পিপাসীর হৃদয়-মনে,
প্রতিষ্ঠাকাল তার দুই হাজার তিনে।
সময়ের সাথে সাথে গড়ে উঠে প্রাঙ্গণ
কালে কালে দরকার এমন শিক্ষাঙ্গন।
প্রাঙ্গণে জমে রোজ শিক্ষার আমেজ
নাম তার শাহ-নিমাত্রা ডিগ্রি কলেজ।
কলেজের পরিবেশ বড় মনোরম
ফুলের বাগান যেন, কিছুতেই নয় কম।
প্রেবেশের দ্বার হতে চারতলা ভবন
চারিদিক ঝকঝকে, ফুরফুরে হয় মন।
সড়কের পুব হতে দেখা যায় অবিরত
সুমাধব পরিবেশে ক্যাম্পাস অবারিত।
এমন আঙিনার পেছন, রয়েছেন একজন
গড়েন মানুষ যিনি, বিশিষ্ট গুণীজন।
কলেজের তরে এক নব আলোর উদয়
শ্রদ্ধেয় জহির স্যার অধ্যক্ষ মহোদয়।
চোখের দেখায় যত সুন্দর লাগে
শিক্ষার গুণে-মানে তত রয়েছে আগে।
পাঠদানে যোগ্য শিক্ষক কুল
শিষ্যরা থাকে সদা তাঁদের অনুকূল।
পরিবেশ আছে হেথা শেখার মতো
নেই কোনো দুষ্টুমি শাসন আছে যতো।
আরো নেই রাজনীতি, ধূমপান মুক্ত
অপসংস্কৃতিতে বারণ আছে তিক্ত।
সবকিছু মিলিয়ে নেই কোনো অতিসার
প্রবল সুনাম নিয়ে করে জ্ঞান বিস্তার।
অনেকেই এখানে পড়ালেখা করেছেন
বড় বড় সফলতা গৌরবে লভিছেন।
এমন কলেজ পেয়ে আজ মোরা ধন্য
জ্ঞানের আলোয় হবে জীবন অনন্য।
জ্ঞানের বিস্তারে যাঁদের অবদান
দেন যেনো বিধাতা প্রাপ্য সম্মান।
এমন প্রতিষ্ঠান গড়েছেন যারা
স্মৃতিতে আজীবন অমর তাঁরা।
থাকে যেনো এই প্রতিষ্ঠান হয়ে জ্ঞানের রক্ষী
ইতিহাস-ঐতিহ্য আর হয়ে কালের সাক্ষী।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ