২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণি ভর্তির প্রাথমিক আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি



শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৩-২০২৪ অনুযায়ী শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণিতে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে।

ভর্তির জন্য একজন শিক্ষার্থী নিম্নরূপ শাখা নির্বাচন করতে পারবে:

v   উত্তীর্ণ শিক্ষার্থী বিজ্ঞান/মানবিক/ব্যবসায় শিক্ষা শাখা হতে যেকোন একটি;

v  শিক্ষার্থীরা যে শাখাতে ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে নিম্নে উল্লিখিত ছকে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ অবশ্যই থাকতে হবে।

EIIN

Number of Seats

Minimum Qualifications (GPA)

 

      129680

Humanities

Business Studies

Humanities

Business Studies

250

150

2.50

2.50

v  ভর্তির আবেদন অনলাইনে অথবা টেলিটক এসএমএস এর মাধ্যমে করা যাবে। অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা : www.xiclassadmission.gov.bd

২০২৩ ২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য নিম্নোক্ত সময়সূচি অনুসরণ করতে হবে :-

ক্রমিক

বিবরণ

তারিখ ও বার

 

১ম পর্যায়ে আবেদন

ভর্তির জন্য Online এ ১ম পর্যায়ে আবেদন গ্রহণ

১০-০৮-২০২৩ (বৃহস্পতিবার) থেকে

২০-০৮-২০২৩ (রবিবার) পর্যন্ত

১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ

০৫-০৯-২০২৩ (মঙ্গলবার রাত ৮:০০টা)

শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ( শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ১ম পর্যায়ের Selection আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে)

০৭-০৯-২০২৩ (বৃহস্পতিবার) থেকে

১০-০৯-২০২৩ (রবিবার) পর্যন্ত

 

 

২য় পর্যায়ে আবেদন

ভর্তির জন্য Online এ ১ম পর্যায়ে আবেদন গ্রহণ

১২-০৯-২০২৩ (মঙ্গলবার) থেকে

১৪-০৯-২০২৩ (বৃহস্পতিবার) পর্যন্ত

২য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ

১৬-০৯-২০২৩ (শনিবার রাত ০৮:০০টা)

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন ( শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে)

১৭-০৯-২০২৩ (রবিবার) থেকে

১৮-০৯-২০২৩ (সোমবার রাত ০৮:০০টা) পর্যন্ত

 

 

৩য় পর্যায়ে আবেদন

৩য় পর্যায়ে আবেদন গ্রহণ

 

২০-০৯-২০২৩ (বুধবার) থেকে

২১-০৯-২০২৩ (বৃহস্পতিবার) পর্যন্ত

৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ

২৩-০৯-২০২৩ (শনিবার রাত ০৮:০০টা)

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চায়ন না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে)

২৪-০৯-২০২৩ (রবিবার) থেকে

২৫-০৯-২০২৩ (সোমবার) পর্যন্ত

 

 

কলেজে ভর্তি

 

২৬-০৯-২০২৩ (মঙ্গলবার) থেকে

০৫-১০-২০২৩ (বৃহস্পতিবার) পর্যন্ত

 

ক্লাস শুরু

০৮-১০-২০২৩ (রবিবার)

 

 

ভর্তি সংক্রান্ত শাখা অনুযায়ী ফিসের হার ও সময়সূচি সংক্রান্ত বিজ্ঞপ্তি শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে যথাসময়ে দেয়া হবে।

[বিঃদ্রঃ ভর্তির প্রাথমিক আবেদনের সময় অনলাইনে শিক্ষার্থীকে একটি মোবাইল নম্বর দিতে হবে যা ভিন্ন ভিন্ন শিক্ষার্থীর জন্য ভিন্ন ভিন্ন হবে। এই মোবাইল নম্বরটি পরিবর্তন করা যাবে না। ফলাফল প্রকাশের পর ভর্তির Selection নিশ্চায়ন অবশ্যই করতে হবে, অন্যথায় বোর্ড কর্তৃক মনোনয়ন বাতিল হবে।]

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ